gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২৪ ঘণ্টা খোলা থাকবে বেনাপোল সীমান্ত
প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৯:৩২:২৯ পিএম
স্টাফ রিপোর্টার, বেনাপোল প্রতিনিধি:
1635694381.jpg
ভারত-বাংলাদেশ সীমান্ত সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর ফলে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে যাত্রী পারাপার ও পণ্য পরিসেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। ইতিমধ্যে দু’ পারেই এ নিয়ে তোড়জোড় শুরু  হয়েছে।পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আপাতত পরীক্ষামূলক তিন মাস চলবে এ কার্যক্রম। ভালো সাড়া পেলে তা দীর্ঘস্থায়ী করা হবে।ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এর আগে গত ৩১ অগাস্ট এ বিষয়ে দিল্লিতে বৈঠক হয়; তারপরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের ল্যান্ড পোর্ট অথরিটির ডিরেক্টর অজিত কুমার সিং (অপারেশন) ২৫ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। আপাতত পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য নতুন এই নিয়ম চালু করা হবে। সফল হলে পরবর্তীকালে সেটি স্থায়ীভাবে চালু রাখার সিদ্ধান্ত নেয়া হতে পারে। নতুন এই ব্যবস্থা এখন কার্যকর হওয়ার অপেক্ষায়।মতিয়ার রহমান ব্যবসায়ী নেতা হিসেবে ২৪ ঘণ্টা বন্দর চালু রাখার সিদ্ধান্তের বিষয়ে ভারত থেকে একটি চিঠি পেয়েছেন বলে জানান।বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বর্তমানে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে সপ্তাহে ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। এছাড়া সরকারি ছুটির দিনও বাণিজ্য বন্ধ থাকে। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানি চালু হলে বাণিজ্যে গতি ফিরবে। এতে সরকারেরও রাজস্ব আয় বাড়বে। এমন সিদ্ধান্তে উপকৃত হবে দুই দেশের মানুষ।বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘বেনাপোল-পেট্রেপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে আমরা বাংলাদেশ সরকার বা রাজস্ব বোর্ড থেকে এখনো কোন চিঠি পাইনি। ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম সচলে যেমন আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফিরবে তেমনি ভ্রমণে সুবিধা পাবেন ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা’।

আরও খবর

🔝