gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কাজীপাড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, তাৎক্ষনিক আটক ২

❒ মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে উঠতি সন্ত্রাসীরা

প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৯:২৫:২১ পিএম
কাগজ সংবাদ :
1635693946.jpg
যশোর শহরে আশিকুল ইসলাম আশিক (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি পুরাতনকসবা কাজীপাড়ার রবিউল ইসলাম রবির ছেলে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে। এরা হচ্ছে, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজের নাসির  উদ্দিন খানের ছেলে হাসিব উদ্দিন খান (২০) ও শংকরপুরের  মেজোর ছেলে আকাশ মাহমুদ রাজা ওরফে পিচ্চি রাজা (২০)। স্থানীয় সূত্র জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০ টায় আশিককে কৌশলে কাজীপাড়া আবু তালেব সড়কের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মক্তব স্কুল) সামনে ডেকে আনে তারই পরিচিত কয়েকজন। এরপর একটি বিষয় নিয়ে প্রথমে বাকবিতন্ডা ও পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে উঠতি বয়সের ওই পরিচিত সন্ত্রাসীরা। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় ঘটনায় জড়িতরা। রাত ১১ টার দিকে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান তার স্বজন ও স্থানীয়রা। প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই ডাক্তররা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে এ ঘটনায় ৩১ অক্টোবর দুপুরে থানায় মামলা করেছেন ভুক্তভোগী আশিকের মা আবিরন নেছা তপু। এর আগে পুলিশ তাৎক্ষনিক তদন্ত করে ঘটনায় জড়িত কয়েক উঠতি সন্ত্রাসীকে শনাক্ত করে। এছাড়া আটক করে উপরে উল্লেখিত হাসিব ও আকাশকে।এ ব্যাপারে যশোর কেতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত শেখ তাসমীম আলম জানিয়েছেন, হত্যাচেষ্টা ঘটনায় জোরালো তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় আরো কারা জড়িত খোঁজ নেয়া হচ্ছে। আটককৃতদের বয়স কম। ঘটনায় জড়িত একটি কিশোর চক্র ওরা। ঘটনার পেছনে কি রয়েছে এবং কেন এই হত্যাচেষ্টা সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি পুরাতনকসবা কাজীপাড়ায় উঠতি সন্ত্রাসীরা অব্যাহত অপতৎপরতা চালিয়ে বেড়াচ্ছে। পাড়া মহল্লায় মহড়া দিচ্ছে। বড়দের অসম্মান করছে। অকারণে রাস্তায় বেরুচ্ছে, মোড়ে মাড়ে আডা দিচ্ছে। দ্রুতই ওই এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি স্থানীদের।

আরও খবর

🔝