gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আফগানদের কাছে সহজেই বধ নামিবিয়া

❒ টি-২০ বিশ্বকাপ

প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৭:৫৭:৪৯ পিএম
ক্রীড়া ডেস্ক::
1635688767.jpg
আবুধাবিতে রোববার সহজেই বধ হয়েছে নামিবিয়া। হেসেখেলে সহজ জয় তুলে নিয়েছে আফগানরা। তারা জয় পেয়েছে ৬২ রানে। এটি তাদের দ্বিতীয় জয়।  ১৬১ রানের চ্যালেঞ্জিংয়ে ব্যাট করতে নেমে কখনই ম্যাচে ছিল না নামিবিয়া। শুরু থেকেই তাদের ব্যাটসম্যানরা পড়ে আফগান বোলারদের তোপে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নামিবিয়ার প্রাপ্তি অলআউট না হওয়া। নয় উইকেটে তাদের দলীয় ইনিংস থামে ৯৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ওয়াইজ।হামিদ হাসান মাত্র নয় রানে তিনটি, নাভিন উল হক ২৬ রানে নেন তিনটি উইকেট। দু’টি উইকেট শিকার গুলবাদিন নাইবের।এর আগে নামিবিয়ার সামনে পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রানের বড় চ্যালেঞ্জই দাঁড় করায় আফগানিস্তান। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতো মারমুখী চেহারায় হাজির হয় আফগানরা। দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ ৪০ বলে গড়েন ৫৩ রানের জুটি।পাওয়ার প্লে’র ছয় ওভারে বিনা উইকেটেই ৫০ রান সংগ্রহ করে আফগানরা। পরের ওভারের অবশ্য জাজাই সাজঘরে ফেরেন। স্মিটকে ডিপ স্কয়ার লেগে মারতে গিয়ে ক্যাচ হন এই ব্যাটার, ২৭ বলে ৩৩ রান করে।দশম ওভারে এসে লফটি-ইটন এলবিডব্লিউ করেন ওয়ান ডাউন ব্যাটার গুরবাজকে। ১৫ রানের ব্যবধানে দুই উইকেট হারায় আফগানরা। তাতে করে রানের গতি কিছুটা কমে যায়। তবে মোহাম্মদ শাহজাদ ঝড়ো ব্যাটিংয়ে সেই ধাক্কা সামলে নেন। অর্ধশতকের দোরগোড়ায় দাঁড়ানো এই হার্ডহিটিং ব্যাটারকে থামান ট্রাম্পেলম্যান। ৩৩ বলে তিনটি বাউন্ডারি আর দু’টি ছক্কায় ৪৫ রান করেন শাহজাদ।এরপর সুবিধা করতে পারেননি নাজিবুল্লাহ জাদরান। বিদায়ী ম্যাচ খেলতে নামা আসঘর আফগান আর অধিনায়ক মোহাম্মদ নবির ২০ বলে ৩৫ রানের জুটিতে লড়াকু সংগ্রহের পথে এগিয়ে যায় আফগানরা।দলীয় ইনিংসের এক ওভার বাকি থাকতে ২৩ বলে ৩১ করে আউট হন আফগান। নবি ঠিকই শেষদিকে ঝড় তোলে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। ১৭ বলে পাঁচ বাউন্ডারি আর এক ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন আফগান অধিনায়ক।নামিবিয়ার বোলারদের মধ্যে জ্যান লফটি-ইটন ২১ রানে এবং  ট্রাম্পেলম্যান নেন দু’টি করে উইকেট।

আরও খবর

🔝