gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৩
প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৬:৩৪:৪৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1635683714.jpg
সুদানে অভ্যুত্থানবিরোধী ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়েছে। বিক্ষোভ দমনে সেনাসদস্যদের এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।স্থানীয় সময় শনিবার রাজধানী খার্তুমে এই বিক্ষোভ সংগঠিত হয়। খবর আল জাজিরারখবরে বলা হয়েছে, ‘মিলিয়ন অব অক্টোবর ৩০’ ব্যানারে সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেসামরিক সরকার পুনপ্রতিষ্ঠার দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে রাজধানী খার্তুমের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। সীমিত করা হয় ইন্টারনেট পরিষেবা ও মোবাইল সংযোগ।এর আগে গত সোমবার দেশটির প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করে সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অন্তর্র্বতীকালীন সরকার ভেঙে দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। এরপর থেকেই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এ পর্যন্ত সেনাসদস্যের হাতে নিহত হয়েছে ১৪ জন বেসামরিক নাগরিক।উল্লেখ্য, দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতনের পর একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর সোমবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।

আরও খবর

🔝