gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
ফুলবাড়ীতে নিরব মানববন্ধন কর্মসূচি পালিত

❒ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে

প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৬:৩১:৪৩ পিএম
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ::
1635683591.JPG
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বেলা ১১টায় পৌরএলাকার ঢাকামোড়ে (দিনাজপুর-ফুলবাড়ী-রংপুর-ঢাকা-রংপুর-ঢাকা আঞ্চলিক সড়কে) সুশীল সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভক্তি কুমার ঝাঁ, সহকারী শিক্ষক মেহেদি হাসান, সহকারী শিক্ষক মঈনুল ইসলাম রানা, সহকারী শিক্ষক হোসনে আরাা বেগম, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক মোনায়েন হোসেন, সহকারী শিক্ষক হাবিবা সুলতানা, সহকারী শিক্ষক নন্দ কিশোর রায়, সহকারী শিক্ষক দাউদ আহম্মেদ, সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানা, অন্যতম সদস্য সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, শর্মিলী ছন্দা, নূর নওশীন তাবাসসুম, আমিনুল ইসলাম, জাকিরুল ইসলাম, সাহিব হাসান, ফুলবাড়ী পৌরবাজারের ইমাম মো. আব্দুল্লাহ প্রমুখ।মানববন্ধনে সংগঠনটির সদস্য-সদস্যা, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুশীল সমাজের মানুষ অংশ নেন।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এ দেশ বাঙালির দেশ। অসাম্প্রদায়িক চেতনার এ দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাঁই নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসাসহ এর পেছনে যারা মাস্টার মাইন্ড তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করতে হবে। আমরা বাঙালীদের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। আমরা মিলে মিশে সমাজে বসবাস করবো যে যার ধর্ম পালন করব। #

আরও খবর

🔝