gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাঘায় একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ : রবিবার, ৩১ অক্টোবর , ২০২১, ০৬:২০:৪৭ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1635682887.jpg
রাজশাহীর বাঘায় একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে স্ত্রী জাহিদা বেগম (৯০) বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এবং স্বামী মোজাহার মন্ডলের (১০০) স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামে।জানা যায়, জাহিদা বেগম ভারসাম্যহীন হয়ে দীর্ঘদিন পড়েছিল। কোন কোন সময়ে হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে যায়। শনিবার দুপুরে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে পরিবারের অজান্তে পুকুরে পড়ে মৃত্যু হয়। মোজাহার মন্ডল বয়সের ভারে বিছানায় অসুস্থ হয়ে পড়েছিল। পরিবারের অজান্তে তিনিও মারা যায়।স্থানীয়রা জানান গত ৩০ বছর আগে মোজাহার মন্ডলের বাবা-মা একই দিনে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল।এ বিষয়ে বৃদ্ধের ছেলে জালাল উদ্দিন বলেন, সাত বছর ধরে আমার বাবা ও মা দুরারোগ্য ব্যধিতে ভুগছিল। মা-বাবা একই ঘরে থাকতেন। দুপুরে বিছানায় কম্বল তুলে দেখছি বাবা মারা গেছেন। আর মাকে খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুরের পানির মধ্যে ডুবে মৃত অবস্থায় পাওয়া যায়।আড়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বর ও সোনাদহ গ্রামের সলিম উদ্দিন বলেন, প্রায় ৩০ বছর আগে মোজাহার মন্ডলের বাবা-মা একই দিনে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। শনিবার রাত ৯টায় সোনাহদ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে এবং স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পানিতে ডুবে জাহিদা বেগমের অপমৃত্যু হিসেবে ডাইরী করা হয়েছে। তবে এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও খবর

🔝