gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর , ২০২১, ০৬:২৫:৩৯ পিএম
ঢাকা অফিস ::
1635423982.jpg
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই উন্নয়নের পরিকল্পনার বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আর্মি গলফ ক্লাবে দুর্যোগ ব্যবস্থাপনার উপর এক আলোচনা সভায় তিনি একথা বলেন।যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল জানিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের সকল দুর্যোগই যথাযথভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ। গতবছরও আম্ফান মোকাবেলায় দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ।আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধু সব সময় দুর্যোগ প্রশমনের ওপর জোর দিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় সরকার সেফ হাউজ তৈরি করেছে। বর্তমানে দেশে ১০০ সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে।আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর অনুশীলন অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে অনুশীলনে ২৩ টি দেশের ১৪৭টি সংস্থা অংশগ্রহণ করেন।

আরও খবর

🔝