gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ আগামীকাল

❒ টি-২০ বিশ্বকাপ

প্রকাশ : সোমবার, ২৫ অক্টোবর , ২০২১, ০৭:৩১:২১ পিএম
ক্রীড়া ডেস্ক::
1635168781.jpg
ভারতকে হারিয়ে চলমান টি-২০ বিশ্বকাপে দারুন শুরু করেছে পাকিস্তান। প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানোয় আকাশে উড়ছে পাকিস্তান। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আগামীকাল সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দলটি। জয়ের ধারায় থাকার লক্ষ্য পাকিস্তানের। অন্য দিকে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া নিউজিল্যান্ডও। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও ভালো খেলতে চান বাবর। তিনি বলেন, পরের ম্যাচেও আমরা এটি ধরে রাখতে চাই। আমাদের উপর এখন আর কোন চাপ নেই। এ ম্যাচ থেকে সতীর্থরা অনেক আত্মবিশ্বাসী হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দল ভালো করবে বলে আমি আশাবাদী।নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন থাকছে। কারণ টুর্নামেন্ট শুরুর আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে ও ইংল্যান্ডের কাছে ১৩ রানে পরাজিত হয় তারা। পাকিস্তানের বিপক্ষে টি-২০ লড়াইয়ে পিছিয়ে নিউজিল্যান্ড। ২৪ দেখায় পাকিস্তানের জয় ১৪টিতে, নিউজিল্যান্ডের জয় ১০টিতে। আর টি-২০ বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের দেখায় তিনবার পাকিস্তান ও দু’বার নিউজিল্যান্ড জয় পেয়েছে। বিশ্বকাপের আগে দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তান সফরে গিয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু নিরাপত্তার অজুহাতে ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। সেই স্মৃতিও ম্যাচে প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

আরও খবর

🔝