gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
৫ মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য ও ১ কেজি গাঁজাসহ দু’জন আটক

❒ গোয়েন্দা শাখার দুটি অভিযান

প্রকাশ : রবিবার, ২৪ অক্টোবর , ২০২১, ০৯:৩২:২৬ পিএম
কাগজ সংবাদ:
1635089755.jpg
এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। আটককৃতরা হচ্ছে যশোরের শহরতলী রামনগরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম ও শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান রাজু। এছাড়া অপর এক অভিযানে ৫টি মোবাইল সেটসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্য আটক হয়েছে। জেলা পুলিশের সূত্র জানিয়েছে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম রামনগর কলুপাড়ায় অভিযান পরিচালনা করেন। এলাকার শহিদুল ইসলামের বাড়ির সামনে মাদক কারবারী শহিদুল ইসলাম  ও রহমান রাজুকে আটক করা হয়। তাদের দখল থেকে এক কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩০ হাজারে টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে। এদিকে, অপর এক অভিযানে ২৪ অক্টোবর আটক হয়েছে সংঘবদ্ধ মোবাইল চোর সিন্ডিকেট সদস্য তারেক হোসেন (২৫)। তিনি বাঘারপাড়ার রামকৃষ্ণপুরের এলাহী মোল্লার ছেলে।   এদিন দুপুরে ডিবির এসআই মফিজুল ইসলামের (পিপিএম) নেতৃত্বে একটি চৌকস টিম জেলার আইন শৃংখলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনার সময় পুলেরহাট মোড় থেকে ৫টি চোরাই মোবাইল ফোনসহ ১ জনকে হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম কোতোয়ালি থানায় একটি এজাহার দিয়েছেন, যার নাম্বার ৮২। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার পিপিএম জানিয়েছেন, ধৃত তারেক শহরের সিটি প্লাজার কে ফে ডে লাইট রেষ্টুরেন্টের বাবুর্চি। ওই রেস্টুরেন্টের ফাস্টফুড বেকারী ঘোপ সেন্ট্রাল রোডে আজাদের বাড়ির নিচ তলায় ৫ শ্রমিকের মোবাইল চুরি করায় ২ চোরের সহযোগিতায়। এ সময় নিজের মোবাইলটিও চুরি করায় সে। ২৪ অক্টোবর বিক্রির উদ্দেশ্যে পুলেরহাটে গিয়েছিল।

আরও খবর

🔝