gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিক্ষাবোর্ড চেয়ারম্যান-সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : সোমবার, ১৮ অক্টোবর , ২০২১, ১০:০২:৫০ পিএম
কাগজ সংবাদ:
1634573008.jpg
যশোর শিক্ষাবোর্ড থেকে চেক জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় বোর্ডের চেয়ারম্যান ও সচিবসহ পাঁচজনের নামে মামলা করেছে দুদক। সোমবার বিকেলে দুদক যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে চলতি অর্থবছরে যশোর শিক্ষাবোর্ড সরকারি কোষাগারে জমা দেয়ার জন্যে আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার নয়টি চেক ইস্যু করে। এ নয়টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে এক কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহীলাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। ১০ অক্টোবর বোর্ডের সচিব এএমএইচ আলী আর রেজা দুদক কার্যালয়ে গিয়ে টাকা আত্মসাতের ঘটনায় অভিযোগ করেন। ওইদিনই বেলা ১২টার দিকে দুদক কর্মকর্তারা বোর্ডে গিয়ে নথিপত্র সংগ্রহ করেন। সোমবার বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোল্লা আমীর হোসেন, সচিব এএমএইচ আলী আর রেজা, হিসাব সহকারী আব্দুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হয়।দুদক উপপরিচালক বলেন,‘এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।’

আরও খবর

🔝