gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ১৮ বছর পর গ্রেফতার
প্রকাশ : বুধবার, ১৩ অক্টোবর , ২০২১, ০৬:০৯:৩০ পিএম
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ::
1634126997.jpg
ফরিদপুরের মধুখালীতে  সাড়ে ৩ বছরের সাজা প্রাপ্ত  আসামী  ১৮ বছর আত্মগোপন করে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের  জালে ধরা পরে গ্রেফতার  হলেন  সাজাপ্রাপ্ত আসামী  মোঃ শফিকুল ইসলাম(৬৬)। ১৩ অক্টোবর বুধবার মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান  মধুখালী সিআর মামলা নং ৫১/০৪  এ প্রতারনা মামলায় কোর্ট তাকে ৩ বছরের সাজা দেন এবং ৫ হাজার টাকা জরিমান  করেন অনাদায়ী আরো ৬ মাসের সাজা হয় সাজা হওয়ার পর থেকে সে আত্ম গোপনে চলে যান। সাজা গ্রেফতারী পরোয়না নং-২২/০৫ জারী ছিল তার বিরুদ্ধে।  গোপন তথ্যের  ভিত্তিতে ১২ অক্টোবর ২০২১খ্রিঃ গভীর রাতে রাজবাড়ী জেলার কালাখালী উপজেলার বড় পাতুরিয়া গ্রামের শ্বশুর মোঃ এমদাদুল খান (বিশে খার) বাড়ী থেকে  মধুখালী থানার এস আই মোঃ আলমগীর হোসেন মোল্যার নেতৃত্ব এসআই মোঃ মনিরুল ইসলাম,এ এসআই  মোঃ দেলোয়ার ও সঙ্গীয়ফোর্স শফিকুল ইসলামকে গ্রেফতার করে  মধুখালী থানায় নিয়ে আসেন। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মৃত শেখ মোকাদ্দেস হোসেনের ছেলে। ১৩ অক্টোবর বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও খবর

🔝