gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মোরেলগঞ্জে সেজেছে ৭২ মন্ডপ
প্রকাশ : রবিবার, ১০ অক্টোবর , ২০২১, ০৮:৪৬:৫০ পিএম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
1633877672.jpg
বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭২টি মন্ডপ সেজেছে। ১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে শ্রী শ্রী দূর্গাদেবীর যষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীপূজা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসন। রোববার বিকেলে জিউধরা ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলিত সেবাশ্রম সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পুজা মন্ডপগুলোর প্রস্তুতি পরিদর্শন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  এ সময় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূর্জা। প্রতি বছরের ন্যায় সারম্ভরেই এ বছর উদযাপন হচ্ছে। সকল প্রকার সহযোগিতা করা একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসেবে নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন। 

আরও খবর

🔝