gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
পূজার আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে হবে : এমপি রণজিৎ রায়
প্রকাশ : রবিবার, ১০ অক্টোবর , ২০২১, ০৭:২৫:২০ পিএম
বাঘারপাড়া (যশোর) অফিস :
1633872337.jpg
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এ পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে আনন্দ বিরাজ করছে। পূজার আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে আমাদের উৎসব পালন করতে হবে।রোববার যশোরের বাঘারপাড়ায় শারদীয় দূর্গা পূজা উদযাপনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ভিত্তিক সরকারি অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ উপজেলায় ৯৫ টি মণ্ডপে ১৭ হাজার ৬০০ করে ১৬ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এদিন বেলা সাড়ে ১১ টায় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে মহিরণস্থ উপজেলা কেন্দ্রীয় মন্দিরে সরকারি অনুদান বিতরণী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ অধিকারী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হরিপদ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলু সাহা, সহ সভাপতি সন্তোষ মন্ডল, কোষাধ্যক্ষ রিপন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সরকার, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আওয়ামী লীগ নেতা নিখিল কুমার আঢ্য, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম দাস প্রমুখ।নওয়াপাড়া পৌর (যশোর) থেকে তারিম আহমেদ জানান, অভয়নগর উপজেলার ১২৭টি পূজামন্ডপে সরকারি বারদ্দকৃত অর্থ প্রদান করা হয়েছে। রোববার বিকেলে নওয়াপাড়া কালীবাড়ী পূজা মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়। অভয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও পায়রা ইউনিয়নের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, ধর্মযাজক ডা. মিলন কুমার বোস, ব্যবসায়ী শেখর কুমার সাহা, নওয়াপাড়া পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রসঞ্জিত কুমার দাস সঞ্জিত প্রমুখ।

আরও খবর

🔝