gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
সেমিতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও দিনাজপুর

❒ বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল থেকে যশোরের বিদায়

প্রকাশ : শনিবার, ২ অক্টোবর , ২০২১, ০৮:০৫:১৪ পিএম
ক্রীড়া সংবাদ::
1633183546.jpg
যশোরের মাটিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। রানার্স আপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুর জেলা। ‘বি’ গ্রুপ থেকে শীর্ষস্থানে ঢাকা। রানার্স আপ চট্টগ্রাম জেলা। এ প্রতিযোগিতায় স্বাগতিক যশোর অংশ নিয়েও সেমির টিকিট সংগ্রহ করতে পারেনি। গ্রুপ পর্যায় থেকে তাদের বিদায় নিতে হয়েছে পয়েন্টের মারপ্যাচে। ‘বি’ গ্রুপে থাকা স্বাগতিক যশোর, ঢাকা ও চট্টগ্রাম এই তিনটি জেলার পয়েন্ট সমান ছিল। কিন্তু হেড টু হেড পয়েন্ট টেবিলে যশোর পিছিয়ে যায়। যার ফলে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। উদ্বোধনী দিনে নিজস্ব প্রথম খেলায় যশোর হেরে যায় চট্টগ্রামের কাছে ৩৯-৩০ পয়েন্টে। নিজস্ব দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩২-২৮ পয়েন্টে জয় তুলে নেয়। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যশোর ৫৫-২৪ পয়েন্টে হারায় গাজীপুর জেলাকে। এই ফলাফল স্বাগতিকদের জন্য যথেষ্ট ছিল না। এছাড়া শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আরও পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলায় দিনাজপুর ৪৫-১১ পয়েন্টে পরাজিত করে রাজশাহী জেলাকে। সকাল নয়টায় অনুষ্ঠিত খেলায় খুলনা ৪৬-১৪ পয়েন্টে হারায় চাঁদপুর জেলাকে। এর ফলে ‘এ’ গ্রুপ থেকে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় খুলনা। একই সময়ে বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় ঢাকা ৩০-২৩ পয়েন্টে পরাজিত করে চট্টগ্রাম জেলাকে। বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হয় চট্টগ্রাম ও গাজীপুর জেলা। এ খেলায় একক আধিপত্য বজায় রেখে ৬০-৪ পয়েন্টে জয় পায় চট্টগ্রাম জেলা। এই খেলার ফলাফলের ভিত্তিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ধারণ হয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা এবং রানার্স আপ চট্টগ্রাম জেলা। একই সময়ে বাস্কেটবল গ্রাউন্ডে গ্রুপ রানার্স আপ হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয় ‘এ’ গ্রুপে থাকা দু’টি দল চাঁদপুর ও দিনাজপুর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে শেষ পর্যন্ত ২৪-১৭ পয়েন্টের ব্যবধানে জয়ের হাসি হাসে দিনাজপুরের মেয়েরা। আজ রোববার প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় বাস্কেটবল গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খুলনা ও ‘বি’ গ্রুপের রানার্স আপ চট্টগ্রাম জেলা। একইস্থানে সকাল নয়টায় দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা ও ‘এ’ গ্রুপের রানার্স আপ দিনাজপুর জেলা। প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সোমবার।       

আরও খবর

🔝