gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিশ্বাসঘাতকরা কখনো নি:শেষ হয় না : এমপি নাবিল আহমেদ
প্রকাশ : শনিবার, ২৮ আগস্ট , ২০২১, ০৭:৪৮:২২ পিএম
ফরিদুজ্জামান, খাজুরা (যশোর) :
1630160151.jpg
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘একেক সময় একেকভাবে বিশ্বাসঘাতকরা আবির্ভূত হয়। তারা কখনো নি:শেষ হয় না। ১৭৫৭ সালের মীর জাফর, ১৯৭৫ সালের খন্দকার মোশতাক, ১৯৭৯ সালের বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার বিলে স্বাক্ষরকারী জিয়াউর রহমানরা একেক সময় একেক রূপে আবির্ভুত হয়।’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শনিবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা কথা বলেন। সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল ছয়টায় খাজুরা এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম ও শহিদুজ্জামান শহিদ। লেবুতলা ইউনিয়ন যুবলীগ নেতা ময়নুদ্দীন ময়নার ব্যবস্থাপনায় ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহরুল হক, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস।

আরও খবর

🔝