gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে সরকারি জমি ভূমিদস্যুর দখলে
প্রকাশ : শুক্রবার, ২৭ আগস্ট , ২০২১, ০৯:০২:৩৪ পিএম
আব্দুল কাদের, নড়াইল :
1630076719.jpg
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর-মাইজপাড়া সড়কের  পাশেই সড়ক ও জনপথের জমি দখল করে পেড়লি গ্রামের কালাম তরফদারের ছেলে শান্ত তরফদার বালুর বেড ও পাকা  দোকান ঘর নির্মান করছেন। এলাকার মানুষের অভিযোগ ও সরেজমিনে জানা যায়, শান্ত  তরফদার  সড়ক ও জনপথের জমি দখল করে বালুর বেড তৈরি করেছেন এবং বর্তমানে আরো ফাঁকা জায়গা দখল করার জন্য পাকা  দোকান ঘর নির্মাণ করছেন।এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, তুলারামপুর-যশোর মূল রাস্তার পাশে একটি মসজিদ ছিল। রাস্তা প্রশস্ত করার জন্য সম্প্রতি মসজিদটি ভেঙে ফেলা হয়। আমরা এলাকাবাসী মসজিদটি পুনরায় নির্মাণের জন্য বর্তমানে শান্ত তরফদার যে জায়গাটিতে দোকান ঘর নির্মাণ করছেন সে জায়গাটি ঠিক করেছিলাম। মসজিদ নির্মাণের বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত সেখানে দোকান ঘর নির্মাণ করছেন। এছাড়াও দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা করছেন। সরকারি জায়গা দখল করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ।  সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা ও পাকা দোকানঘর নির্মাণের বিষয়ে শান্ত তরফদারের কাছে জানতে চাইলে তিনি জমি নিজের বলে দাবি করেন।এ বিষয়ে নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এএম আতিক উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার কাছে এ বিষয়ে লিখিতভাবে  কেউ কিছু জানায়নি। আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি খোঁজ খবর নিচ্ছি। যদি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কেউ ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণ করে থাকেন তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত  ব্যবস্থা গ্রহণ করবো।

আরও খবর

🔝