gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে প্রতিমা ভাংচুরের ঘটনায় বিভূতি বিশ্বাসের স্বীকারোক্তি
প্রকাশ : শুক্রবার, ২৭ আগস্ট , ২০২১, ০৮:১৩:৫১ পিএম
নড়াইল অফিস:
1630076800.jpg
নড়াইলের শোলপুরে আলোচিত প্রতিমা ভাংচুরের ঘটনায় বিভূতী বিশ্বাস ওরফে পাভেল নামে গ্রেফতারকৃত যুবক আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত অভিযুক্তকে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করা হলে সেখানে সে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত আসামিকে হেজহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৮ আগস্ট রাতে সদর উপজেলার শোলপুর গ্রামে দক্ষিণ পাড়ায় শ্রী শ্রী হরিমন্দিরের হরিচাঁদ ঠাকুর ও শান্তি মায়ের প্রতিমা কে বা কার ভেঙে ফেলে। এর পরই সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া স্পর্শকাতর এ ঘটনার রহস্য উদঘাটনে গুরুত্ব দিয়ে পুলিশের সকল ইউনিট মাঠে নামে। সবার আন্তরিক প্রচেষ্টায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী এ ঘটনার নায়ক একই গ্রামের বিভূতী বিশ্বাস পাভেলকে এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার সকালে সনাক্তসহ আইনের আওতায় আনা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের নিকট নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে তোলা হলে আসামি সেখানেও ১৬৪ ধারামতে স্বীকারোক্তি দেন। তবে তিনি কি কারণে এ কান্ডটি ঘটিয়েছেন সেটি নিশ্চিতে তদন্ত অব্যাহত রয়েছে। 

আরও খবর

🔝