gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৭ আগস্ট , ২০২১, ০৮:১০:০৮ পিএম
কাগজ সংবাদ :
1630075415.jpg
যশোরে করোনা শনাক্ত সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় তিনশ’ ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার দশ দশমিক ১৮ শতাংশ। স্বাস্থ্য বিভাগের শুক্রবারের রিপোর্টে এই তথ্য জানা যায়। জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ২১ হাজার ৩২ জন। একই সময় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন চারশ’ ৫২ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার পাঁচশ’ ১৫ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, শুক্রবার রেডজোনে অবস্থান করছেন ৪২ জন করোনা রোগী। এদের  মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন। এ সময় এই ওয়ার্ডে একজনের মৃত্যু হয়। ইয়োলোজোনে রয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার রেহেনেওয়াজ রনি জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে দুইশ’ ২৯ টি নমুনায় ২৯, খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ১২ টি ও জিন এক্সপার্ট পরীক্ষায় তিনটি নমুনায় সবগুলো নেগেটিভ এসেছে। এছাড়া, যশোর জেনারেল হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় একশ’ ২৯ জনের নমুনায় ১৪ নমুনা পজিটিভ এসেছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ২৪, অভয়নগরে নয়,   চৌগাছায় তিন, ঝিকরগাছায় এক ও কেশবপুরে একজন করে রয়েছে।

আরও খবর

🔝