gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তিন রানে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড
প্রকাশ : শুক্রবার, ২৭ আগস্ট , ২০২১, ০৭:০২:০৬ পিএম
ক্রীড়া ডেস্ক::
1630069561.jpg
অনন্য এক কীর্তি গড়লেন নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের সদস্য ফ্রেডেরিক ওভারডাইক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড  এখন এই ডানহাতি পেসারের। ইউরোপ অঞ্চলের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার এই কীর্তি গড়েন ওভারডাইক। চার ওভারে মাত্র তিন রান দিয়ে সাত উইকেট নেন তিনি। তার বোলিংয়ে ফরাসিদের ৩৩ রানে গুটিয়ে নয় উইকেটে ম্যাচ জিতে নেয় ডাচরা।পুরুষ-নারী সব মিলিয়েই আন্তর্জাতিক টি-২০’ত প্রথম বোলার হিসেবে এক ম্যাচে সাত উইকেট পেলেন ওভারডাইক। ২০ বছর বয়সী এই পেসার ছয়জনকে করেছেন বোল্ড, অন্যজন এলবিডব্লিউ।মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আগের সেরা ছিল নেপালের অঞ্জলি চাঁদের। ২০১৯ সালে পোখারায় এসএ গেমসে মালদ্বীপ নারী দলের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে কোনো রান না দিয়েই ছয় উইকেট নিয়েছিলেন ডানহাতি এই অফস্পিনার।ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড দিপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে সাত রানে ছয় উইকেট নেন ভারতের এই পেসার।

আরও খবর

🔝