gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ছালেহ আহমেদের, মিলেছে পরিচয়
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট , ২০২১, ০৫:৫১:২৫ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি ::
1629978815.jpg
২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রাম নগরীতে বৃষ্টির পানিতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হওয়া ছালেহ আহমেদের সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বলছেন, তারা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন।বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বেলা সোয়া ১১টায় আগ্রাবাদ স্টেশনের সার্ভিস কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা উদ্ধার অভিযান চালিয়েছি। রাতে উদ্ধার অভিযান বন্ধ খাকলেও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আবার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মুরাদপুর ও আশেপাশের এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। ছালেহ আহমদের সন্ধান আমরা এখনো পাইনি।উল্লেখ, বুধবার (২৫ আগষ্ট) সালেহ আহমেদ দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের পাওয়া গেছে। তাতে দেখা যায়, ছালেহ আহমেদ নামের ওই ব্যক্তি একটি বাস থেকে নেমে নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে পা পিছলে নালায় পড়ে যান তিনি। এসময় এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন কিন্তু তিনি আর উঠতে পারেননি। ওই সময় পানির স্রোত বেশি ছিল। তাই ধারণা করা হচ্ছে, নালায় পড়ে পানির তোড়ে ভেসে গেছেন তিনি।পেশায় সবজি ব্যবসায়ী ছালেহ আহমেদ (৫৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।এর আগে ২০১৯ সালে জেলা শিল্পকলার সামনে স্ল্যাবহীন নালায় ভেসে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মকর্তা। পরে তার লাশ উদ্ধার করা হয়েছিল বাকলিয়া থেকে। এ ঘটনার পর এমএম আলী সড়কের নালায় খুব দ্রুতগতিতে বসেছিল স্ল্যাব। মুরাদপুরে সালেহ আহমেদ যে জায়গাটিতে দুর্ঘটনায় পড়েছেন সেটিও স্ল্যাববিহীন উন্মুক্ত নালা।

আরও খবর

🔝