gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মানবিক সংকটের মুখে আফগানিস্তান
প্রকাশ : বুধবার, ২৫ আগস্ট , ২০২১, ০৮:১৯:৩৭ পিএম
:
1627734385.jpg
নতুন তালেবান শাসনের অধীনে আফগানিস্তান একটি মানবিক সংকটে পড়তে যাচ্ছে, উন্নয়ন সহযোগীদের এমন সতর্কবার্তার মধ্যেই নেটোর একজন কূটনীতিক বলেছেন, আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোর উচিত তাদের স্থলসীমা খুলে দেওয়া, যাতে আরও বেশি মানুষ দেশ ছাড়তে পারে।বুধবার কাবুলভিত্তিক ওই কূটনীতিক রয়টার্সকে বলেন, “ইরান, পাকিস্তান ও তাজিকিস্তানের উচিত আকাশ বা স্থল পথে আরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া।” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া ৩১ আগস্টের মধ্যে শেষ করার সিদ্ধান্তে অটল থাকায় সময়ও আর হাতে বেশি নেই। এমন প্রেক্ষাপটে লাখ লাখ মানুষের ক্ষুধা, রোগ ও নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি বেড়ে গেছে বলে সতর্ক করেছে উন্নয়ন সহযোগীদের। কাতারের দোহায় জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বেসলি রয়টার্সকে বলেন, “খরা, সংঘাত, অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঙ্গে কোভিড মহামারী যুক্ত হওয়ায় একটি ঝড় আসার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।” আন্তর্জাতিক সম্প্রদায়কে খাদ্য সহায়তার জন্য ২০ কোটি ডলার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ডেভিড বেসলি বলেন, “ক্ষুধার মুখে পড়তে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে এখন এক কোটি ৪০ লাখে পৌঁছেছে।”ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, তারা আফগানিস্তানের সহায়তার পরিমান চারগুণ করার পরিকল্পনা করছে এবং মাঠ পর্যায়ে সহায়তার সরবরাহ ও নিরাপত্তার জন্য জাতিসংঘের সঙ্গে সমন্বয় করবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জানান, তালেবান গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এমন বিশ্বাসযোগ্য প্রতিবেদন পেয়েছেন তিনি, যার মধ্যে আত্মসমর্পণ করা বেসামরিক নাগরিক ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘বিনাবিচারে মৃত্যুদ-’ দেওয়ার মতো ঘটনাও আছে। তালেবান জানিয়েছে, তারা যেকোন নৃশংসতার অভিযোগ তদন্ত করে দেখবে।নাম প্রকাশ না করার শর্তে নেটো কূটনীতিক জানান, বেশ কয়েকটি আন্তর্জাতিক দাতা গোষ্ঠী তাদের আফগান কর্মীদের প্রতিবেশি দেশগুলোতে পাঠানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তালেবান জানিয়ে দিয়েছে, আফগানিস্তান থেকে সব বিদেশি প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে হবে ৩১ অগাস্টের মধ্যে এবং যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মেধাবী আফগানদেরকে দেশত্যাগে প্ররোচিত না করতে। সব মিলিয়ে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিতে যাচ্ছে।

আরও খবর

🔝