gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাচার প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে : বিপুল
প্রকাশ : বুধবার, ২৫ আগস্ট , ২০২১, ০৭:২১:২৬ পিএম
কাগজ সংবাদ:
1629905817.jpg
যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেছেন, মানব পাচারের প্রধান কারণ দারিদ্র্য ও অসচেতনতা। পাচার প্রতিরোধ করতে হলে যেমন সামাজিক সচেতনতা বাড়াতে হবে তেমনি দারিদ্র্য দূরীকরণেও কাজ করতে হবে। যা ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে। সে কারণে দেশ থেকে দারিদ্র্যের পাশাপাশি মানব পাচারও হ্রাস পেয়েছে। তবে, একাজে শুধু সরকারকে একা উদ্যোগ নিলে হবে না, সবাইকে একযোগে কাজ করতে হবে।ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি আয়োজিত ‘মানব পাচার প্রতিরোধে ও ঝুঁকি নিরসনে করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার হোসেন বিপুল উপরিউক্ত কথা বলেন। চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহায়তায় বুধবার সকালে ব্র্যাক যশোরের ট্রেনিং সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের যশোর সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাস। বিষয়ভিত্তিক আলোচনা করেন জেলা ব্যবস্থাপক দেবানন্দ মন্ডল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন এপিপি সেতারা খাতুন, সাংবাদিক সরোয়ার হোসেন, এইচ আর তুহিন, ব্র্যাক’র মানব সম্পদ বিভাগের মৌমিতা ইরফান, জোনাল ম্যানেজার সামাউল ইসলাম, ট্রেনিং অফিসার আজিমুল হক, খায়রুল আলম প্রমুখ।সভায় অন্যান্যের মধ্যে মানব পাচার প্রতিরোধে কাজ করা সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ধর্মীয় নেতা, ম্যারেজ রেজিস্ট্রারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সার্ভাইভাররা অংশ গ্রহণ করেন।আনোয়ার হোসেন বিপুল বলেন, যশোর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মানব পাচার প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এক্ষেত্রে উপজেলা পরিষদ জিরো টলারেন্স নীতি মেনে চলছে ও চলবে। সরকারের লক্ষ্য সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানব পাচারকে শূন্যের কোটায় নামিয়ে আনতে যা যা করণীয় তার সবই করা হবে।

আরও খবর

🔝