gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আমাকে গালাগালি দেওয়া হচ্ছে : কোহলি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ আগস্ট , ২০২১, ০৪:৪০:৫১ পিএম
ক্রীড়া ডেস্ক ::
1629371180.jpg
ইট ছুড়লে পাটকেল খেতে হবে না? খেলোয়াড়ের নামটা যদি বিরাট কোহলি হয়, তাহলে উত্তরটা যে ‘হ্যাঁ’ হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তা হাড়েহাড়ে টের পেলেন জেমস অ্যান্ডারসন। স্লেজিংয়ের জবাবে ইংরেজ তারকাকে কোহলি বললেন, বয়সের কারণে এসব করতে হচ্ছে।ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি ও অ্যান্ডারসনের মধ্যে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে অ্যান্ডারসনের উদ্দেশে কোহলিকে বলতে শোনা গেছে, এটি কী ছিলো হ্যাঁ? আমাকে আবার গালাগালি দেওয়া হচ্ছে? জাসপ্রিতের (জাসপ্রিত বুমরাহ) মতো? হ্যাঁ?জবাবে কোহলিকে অ্যান্ডারসন বলছেন, তুমি যতো খুশি আমাকে গালাগাল করতে পারো। পাল্টা জবাবে কোহলি বলেন, নিজের নিয়ম মেনে নিজে খেলে যাও। দৌড়ানোর জন্য তুমি আমাকে গালাগাল করছ। এটি তোমার বাড়ির উঠান নয়।ফের জবাব দেন জিমি, আমার মতে, বোলাররা দৌড়াতে পারে। ক্রিজের মধ্যে দিয়েও। এরপর কোহলি পাল্টা জবাব দেন, হ্যাঁ, হ্যাঁ। শুধু বকবক আর বকবক। বয়সের কারণে এসব করতে হচ্ছে।জিমি অ্যান্ডারসনের এমন তর্কে জড়িয়ে যাওয়ার নেপথ্যে জুড়ে আছেন জাসপ্রিত বুমরাহ।ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় অ্যান্ডারসনকে একের পর এক বাউন্সার মেরে হয়রান করেছেন বুমরাহ। এতোই বাউন্সার দিয়েছেন যে, তার এক ওভারে চারটি নো বল ডাকতে হয়েছে আম্পায়ারকে। বেশিরভাগ বলই অ্যান্ডারসনের শরীরকে তাক করে মেরেছেন বুমরাহ। এতে বেশ ক্ষুব্ধ অ্যান্ডারসন।এরপর থেকে ভারতীয়দের বিরুদ্ধে মুখ চালিয়ে যাচ্ছেন অ্যান্ডারসন।

আরও খবর

🔝