gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ওযু করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:৫০:১৭ পিএম
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) :
1629301930.jpg
যশোরের বাঘারপাড়ায় ওযু করতে গিয়ে পুকুরে ডুবে আবু হুরায়রা (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের কবির আহমেদের ছেলে ও জামদিয়া নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসার মক্তবের ছাত্র।জামদিয়ার নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসার শিক্ষক মুফতি মুহিবুল্যা জানান, আবু হুরায়রা আছরের নামাজ পড়ে সহপাঠীদের সাথে ফুটবল খেলছিল। মাগরিবের নামাজ পড়ার আগে তাকে খোঁজ করে না পেয়ে নামাজ শেষে শিক্ষক ও ছাত্ররা সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজি করেন। না পেয়ে এতিমখানার পশ্চিম পাশে হাটখোলা পুকুরে খোজাখুঁজি করতে থাকেন। এ সময় মাদ্রাসা ছাত্রদের পুকুরে নামানো হয়। একপর্যায়ে মোস্তাকিন বিল্লাহ নামে এক ছাত্রের পায়ে বাঁধে। এরপর আবু হুরায়রাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।বাঘারপাড়া থানার এসআই তোবারক হোসেন জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করছি। পরে বিস্তারিত জানানো হবে।

আরও খবর

🔝