gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে বিরল প্রজাতির গোলপাতা মাছ দেখতে ভিড়
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:০৭:৪৬ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর):
1629301565.jpg
যশোরের কেশবপুরে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের গোলপাতা মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। বুধবার সকালে এ বিরল প্রজাতির মাছ বাজারের একতা ফিসের আড়তে আনা হয়। পটুয়াখালির কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের ব্যবসায়ী রাসেল হোসেন গোলপাতা মাছ বিক্রির জন্য কেশবপুরের মাছ ব্যবসায়ী নফর গাজীর কাছে পাঠিয়েছেন।মাছ বাজারের ব্যবসায়ী উপজেলার কুশলদিয়া গ্রামের নফর গাজী বলেন, কুয়াকাটা সমুদ্র থেকে গত মঙ্গলবার জেলেদের জালে ওই গোলপাতা মাছটি ধরা পড়ে। প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের ও দুই ফুট প্রস্থের এই মাছটির ওজন হয়েছে ৩২ কেজি। গোলপাতা মাছটি মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের সাবেক মেম্বর সবেদ আলীর কাছে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।কেশবপুর মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ আসলেও এত বড় মাছ আগে কেউ দেখেনি। এজন্য মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছিল। যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এলাকার মানুষ এটিকে গোলপাতা মাছ নামে চিনলেও এটি ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়।

আরও খবর

🔝