gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৩৩৩-এ কল করে দু’হাজার ব্যক্তি পেল খাদ্য সহায়তা
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:০৭:৪২ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
1629301454.jpg
জাতীয় কল সেন্টার ৩৩৩-এ ফোন করে কেশবপুরে এ পর্যন্ত ১ হাজার ৯১০ অসহায় ব্যক্তি খাদ্য সহায়তা পেয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী হিসেবে দেওয়া হচ্ছে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ২ লিটার তেল ও ১ কেজি লবণ। এছাড়া এ পর্যন্ত কর্মহীন বিভিন্ন পেশার ৪ হাজার ৫৫০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম বলেন, খাদ্যসংকটে পড়ে ৩৩৩-এ কল করা উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৯১০ জনকে এ পর্যন্ত খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের ১ হাজার ৮০০ জন চায়ের দোকানদার, ১ হাজার ১০০ জন ভ্যানচালক, ৫২ জন মাহেন্দ্র চালক, ১০১ জন পরিবহন শ্রমিক, ৬৯ জন হোটেল শ্রমিক, ২৮ জন চর্মকার, আশ্রয়ণ প্রকল্পের ১১০ জন, নি¤œ আয়ের ১ হাজার ৯০ জন ও ২০০ জন করোনা রোগীর পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৩-এ কল করা অসহায় ব্যক্তিসহ এ উপজেলার বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করার সময় বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও খবর

🔝