gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালন
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৯:০৭:৪১ পিএম
কাগজ ডেস্ক:
1629301422.jpg
যশোরসহ বিভিন্ন স্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।শহিদুল ইসলাম লিখন, বারীনগর (যশোর) থেকে জানান, গত ১৭ আগস্ট যশোর সদর উপজেলার তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, আওয়ামী লীগের জেলা নেতা জাহাঙ্গীর হোসেন, সরোয়ার হোসেন, বাবলু হোসেন, আহমদ আলী প্রমুখ। স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি (যশোর) থেকে জানান, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সহযোগিতায় আমবটতলা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, যশোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান। বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাবেক সহ সভাপতি মোতালেব হোসেন বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা কালু বিশ্বাস, থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হারুনার রশিদ, সাবেক সহ সভাপতি আলী হাসান মোর্তজা, শহর যুবলীগের সদস্য শুভ চক্রবর্তী মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা আবুল খায়ের মুন্সি, ফরিদ হোসেন, ইনামুল কবির প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোজাম্মেল হক।শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শালিখার ধনেশ্বরগাতী ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার আলোচনা সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। সিংড়াস্থ ধনেশ্বরগাতী ইউনিয়ন শাখা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শংকর বিশ্বাস। বক্তব্য রাখেন প্রধান অতিথি ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার। বিশেষ অতিথি ছিলেন তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, মাগুরা জেলা পরিষদের সদস্য আঃ সবুর মুসল্লী, তালখড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাছুম বিল্লাহ, ধনেশ্বরগাতী ইউনিয়ন সাধারণ স¤পাদক ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম মন্ডল প্রমুখ।পরেশ দেবনাথ, মঙ্গলকোট (কেশবপুর) থেকে জানান, কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভান্ডারখোলা বাজারের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বি এম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সহ-সভাপতি ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম জাহাঙ্গীর, কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ব্যাংকার গোপাল চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক তবিবুর রহমান প্রমুখ।

আরও খবর

🔝