gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
দ্বিতীয় বার বসলো উদীচীর ‘ফ্রি বাজার’
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৮:৩৩:৩৭ পিএম
কাগজ সংবাদ :
1629299248.jpg
কথা রাখল উদীচী যশোর জেলা সংসদ। দ্বিতীয় বারের মতো সংগঠনটি শহরের কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে ‘ফ্রি বাজার’ পরিচালনা করেছে। ‘আমরা বিপন্ন মানুষের পাশে আছি, কাছে আছি’ এ মূলমন্ত্রে বুধবার সকাল ১১ টায় সংগঠন প্রাঙ্গণে শুরু হয় ফ্রি বাজারে কার্যক্রম। এর আগে গত ৩ আগস্ট প্রথম ফ্রি বাজারের আয়োজন করে সংগঠনটি। সে সময় এ প্রয়াস আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। আজও দেড় শতাধিক কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, কাঁচা তরকারি ও একটি করে মুরগি। উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের মানবিক সহায়তা তহবিল পরিচালনা কমিটির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেককে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ভেন্ডি, ১ কেজি কচুরমুখি, ১ কেজি পটল, ১ কেজি লাউ ও ১টি মুরগি দেয়া হয়েছে।‘ফ্রি বাজার’ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উদীচী যশোর জেলা সংসদের উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা, ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, হুমায়ুন কবির কবু, কাজী বর্ণ উত্তম প্রমুখ।

আরও খবর

🔝