gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে করোনায় আরও চারজনের মৃত্যু
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৮:২৭:৩৫ পিএম
কাগজ সংবাদ:
1629296920.jpg
যশোরে বুধবার করোনায় মারা গেছেন চারজন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮৭ জন। টিকা নিয়েছে দুই হাজার পাঁচশ ৯১ জন। এর মধ্যে পুরুষ এক হাজার তিনশ’ ও নারী এক হাজার দুইশ’ ১৩ জন।সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে তিনশ’ ৩৯টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন এবং একশ’ ৩২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৪ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৩, অভয়নগরে সাত, বাঘারপাড়ায় ছয়, চৌগাছায় দুই, ঝিকরগাছায় সাত, কেশবপুরে এক,মণিরামপুরে ছয় ও শার্শায় ছয়জন রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী চিকিৎসাধীন আছেন ৯৫ জন। এর মধ্যে রেডজোনে ৭০ জন এবং ইয়েলোজোনে ২৫ জন রয়েছেন।বুধবার সদর উপজেলায় এক হাজার তিনশ’ ৫০,অভয়নগরে একশ’ বাঘারপাড়ায় একশ’ ১৮,  চৌগাছায় একশ’ ১৩, ঝিকরগাছায় একশ ৩৫, কেশবপুরে তিনশ’ ৪৭, মণিরামপুরে দুইশ’ ২৯ ও শার্শায় একশ’ ৯৯ জন টিকা নিয়েছে।

আরও খবর

🔝