gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
মিয়ানমার থেকে দেশে প্রবেশ করছে ভয়াবহ মাদক আইস!
প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট , ২০২১, ০৫:৫৩:৫২ পিএম
ঢাকা অফিস ::
1629287871.jpg
ইয়াবা বড়ির মতো মিয়ানমার থেকে কক্সবাজার সীমান্ত হয়ে দেশে প্রবেশ করছে ভয়াবহ মাদক আইস। এরপর ধাপে ধাপে চট্টগ্রাম-কুমিল্লা হয়ে সুবিধামতো সময়ে নিয়ে আসা হচ্ছে ঢাকায়।বর্তমানে দেশে পাঁচ গ্রাম আইসের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। বাজারমূল্য বেশি হওয়ায় রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় এই মাদকের চাহিদা বেশি।রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে করে ভয়াবহ মাদক আইস ও ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান ও মিরপুর বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, নাছির উদ্দিন, শিউলি আক্তার, কোহিনুর বেগম, সনজিত দাস, হোসেন আলী, রাশিদা বেগম ও মৌসুমী আক্তার।এসময় তাদের হেফাজত থেকে হতে ৫শ গ্রাম আইস, ৮৮ হাজার পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।বুধবার (১৮ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।তিনি বলেন,  আইস বিত্তবান ও তাদের বখাটে সন্তানরা নিয়ে থাকে। মূলত সিসা লাউঞ্চে সিসা সেবনকারীরা এসব মাদক নিয়ে থাকেন। মাদকসেবীদের কাছে ক্রিস্টাল মেথ বা ডি মেথ নামে সর্বাধিক পরিচিত এই মাদক ভয়াবহ মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।গ্রেফতাররা অত্যাধুনিক মাদক আইস ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে কিনে চট্টগ্রাম নিয়ে আসে। এরপর, মোংলা বন্দরগামী একটি বড় ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়ে আসে। সর্বশেষ প্রাইভেটকারে ঢাকায় এনে অভিজাত এলাকাগুলোতে বিক্রি করা হয়।মিয়ানমার থেকে ইয়াবার সঙ্গে আইসের মতো অত্যন্ত ব্যয়বহুল মাদকও চোরাচালান হচ্ছে। সীমান্ত রক্ষীদের সঙ্গে তথ্য বিনিময় করে গোয়েন্দা পুলিশ মাদকটি প্রবেশে আরো কঠোর হবে বলেও জানান তিনি।চক্রটি কতদিন ধরে কাজ করছে এমন প্রশ্নের ডিবি প্রধান বলেন, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অনেকবার এই উচ্চবিত্ত মানের মাদকসহ অনেকেই গ্রেফতার হয়েছে। সর্বশেষ গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পরবো তারা কতদিন কাজ করে। আর যারা ইয়াবা ব্যবসা করে তারাই আইসের ব্যবসার সঙ্গে যুক্ত।গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

আরও খবর

🔝