gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৬
প্রকাশ : সোমবার, ১৬ আগস্ট , ২০২১, ০৫:৩২:০২ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি ::
1629113552.jpg
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ শতাংশ। সোমবার (১৬ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৯৬ জন। করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে হাসপাতালে ১৯৫ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৩৩৫ জন।এর আগের ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয় এবং ২২৪টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৯৮ শতাংশ। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৩৯ জন এবং মারা গেছেন ৬৭৬ জন।

আরও খবর

🔝