gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরায় যৌন নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করলো বিজিবি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ আগস্ট , ২০২১, ০৯:১২:৩৭ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি:
1628781202.jpg
আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে স্বামী পরিত্যক্তা এক নারীকে উদ্ধার করেছে বিজিবি। তাকে পাচারের উদ্দ্যেশ্যে সেখানে এনে কয়েকদিন ধরে শারীরিক নীপিড়ন করা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বাঁশদহা ইউপি সদস্য আবদুস সামাদ জানান, হাওয়ালখালি গ্রামের স্বামী পরিত্যক্তা গৃহবধূর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের বাবু। সম্প্রতি বাবু তলুইগাছা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছেন। সম্প্রতি বাবু তার সন্তান সম্ভাবা স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসেন। এই সুযোগে ওই নারীকে বিয়ের প্রলোভনে আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে নিয়ে আসেন। সেখানে কয়েকদিন যাবত তাকে যৌন নিপীড়ন করতে থাকেন। বৃহস্পতিবার সকালে বাবু নাস্তা আনার কথা বলে ঘরে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। গৃহবধূ বাবুর মতলব বুঝতে পেরে ঘরের জানালা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েক আহসান হাবিব ও ইউপি সদস্য আবদুস সামাদ সবার সহযোগিতা নিয়ে তালা ভেঙে ঘর থেকে সুমাইয়া খাতুনকে উদ্ধার করেন। ঘটনা জানতে পেরে বাবু আর ফিরে আসেনি। বিজিবির নায়েক আহসান হাবিব জানান, গৃহবধূকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। অভিযুক্ততে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।  

আরও খবর

🔝