gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রেসক্লাব আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সময় বৃদ্ধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ আগস্ট , ২০২১, ০৯:০৬:১২ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1628780804.jpg
১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ১২ আগস্টের পরিবর্তে ১৮ আগস্ট পর্যন্ত রচনা ও চিত্র জমা দিতে পারবে প্রতিযোগীরা। শিক্ষার্থীরা নিজবাড়িতে বসে চিত্র এঁকে এবং রচনা লিখে ১৮ আগস্টের মধ্যে প্রেসক্লাব যশোরের ঠিকানায় সরাসরি জমা দিতে পারবে। যশোরের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীদের ফোন করে তাদের ফলাফল এবং পুরস্কার বিতরণের তারিখ ও সময় জানিয়ে দেবে কর্তৃপক্ষ।চিত্রাঙ্কন ও রচনা উভয় বিষয়ই ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে হবে। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত (পেন্সিল, জলরঙ, প্যাস্টেল ইত্যাদি)। ক বিভাগ ৫ম শ্রেণি পর্যন্ত (শুধুমাত্র চিত্রাঙ্কন), খ বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি (চিত্রাঙ্কন ও রচনা উভয়ই)। গ বিভাগ কলেজ পর্যায় (শুধুমাত্র রচনা)।চিত্রাঙ্কন ও রচনা উভয়ই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে রচনা  এ-৪ সাইজের কাগজের একদিকে লিখতে হবে, সর্বোচ্চ ৩শ’ শব্দের মধ্যে। কলেজ শিক্ষার্থীদের জন্যে সর্বোচ্চ ৫শ’ শব্দের মধ্যে। রচনার কভার পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষা  প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, অভিভাবকের মোবাইল  ফোন নম্বর লিখতে হবে। চিত্রাঙ্কনের ক্ষেত্রে অঙ্কিত ছবির কাগজের উল্টোপিঠে মোবাইল ফোন নম্বর সংবলিত ঠিকানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নামসহ শ্রেণি উল্লেখ থাকতে হবে।

আরও খবর

🔝