gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কেশবপুরে হনুমানের খাদ্যের জন্য ১০০ পেয়ারা গাছ রোপণ
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ আগস্ট , ২০২১, ০২:২১:১৭ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি: :
1628756525.jpg
কেশবপুরের ঐতিহ্যবাহি বিরল প্রজাতির কালোমুখো হনুমানের খাদ্যের জন্য ১০০ পেয়ারা গাছ রোপণ করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শহরের কুঠিবাড়ি শ্মশানের সামনে হরিহর নদের পাশ দিয়ে ওই গাছ রোপণ করা হয়। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পেয়ারা গাছ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জয় সাহা, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক প্রভাষক মশিউর রহমান, কুঠিবাড়ি শ্মশানের সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ স¤পাদক সত্যজিৎ সাহা বুলু, কোষাধ্যক্ষ টিটু সাহা, সাংবাদিক নূরুল ইসলাম খান, এস আর সাঈদ, অলিয়ার রহমান প্রমুখ। চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, জীব বৈচিত্র্য রক্ষায় কেশবপুরের কালোমুখো হনুমানের খাদ্যের জন্য ফলন্ত পেয়েরা গাছ রোপণ করা হয়েছে। প্রায় ৫০০ কালোমুখো হনুমানকে সম্প্রতি এক মাসব্যাপী কলা, রুটি ও বাদাম খেতে দেওয়া হয়। আগামীতে এ প্রজাতির প্রাণির জন্য আমড়া, আম, কলাসহ অন্যান্য বৃক্ষের চারাও রোপণ করা হবে।

আরও খবর

🔝