gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুবিধা নিয়ে বিরোধিতা করলে ছাড় দেয়া হবে না : এমপি শাহীন
প্রকাশ : রবিবার, ৮ আগস্ট , ২০২১, ০৭:০৮:৩২ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর) :
1628433491.jpg
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে আমরা সে স্বপ্ন পূরণের দিকে ধাবিত হচ্ছি। আর এ সুবিধা দেশের সকল মানুষ ভোগ করছে। অথচ স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এমনকি করোনা ভাইরাসের টিকা নিয়েও অপপ্রচার চালানো হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। দেশের সুবিধা ভোগ করে যারা বিরোধীতা করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না। রোববার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ রেহেনা ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

আরও খবর

🔝