gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
১১ বছর বাবার আদর বঞ্চিত
প্রকাশ : শনিবার, ৭ আগস্ট , ২০২১, ০৯:৪৯:০০ পিএম
নাফি উজ জামান পিয়াল:
1628264329.jpg
মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনেই আসে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কারো পরামর্শ খুব জরুরী হয় পড়ে। সে সময় পাশে দাঁড়ানোর মতো আদর্শ একজন মানুষ হলো বাবা। একমাত্র বাবাই পারেন সন্তানের যে কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে, সন্তানকে বোঝাতে। তাই যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে বাবার পরামর্শ গ্রহণ করা খুব দরকার। কিন্তু পৃথিবীতে তো সবার সেই সুযোগ হয় না। কারণ সবার ভাগ্যে তো বাবার সেই কড়া শাষন, ¯েœহ আর ভালোবাসা থাকে না। ঠিক যখন বেশি বাবার প্রয়োজন হয় তখন হয়তো সেই বটবৃক্ষের মতো ছায়াদান করা বাবা চলে যায় কোন এক অচিনপুরে না ফেরার দেশে। এমন হতভাগ্য ছেলে আমি, আজ দীর্ঘ ১১ টি বছর বাবার আদর, ভালোবাসা আর শাষন থেকে বঞ্চিত আমি। ২০১০ সালের এমনি এক শনিবার সকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আব্বু চলে যায় না ফেরার দেশে। দেখতে দেখতে জীবনের ১১ টি বছর কেটে গেল আমার প্রিয় আব্বুকে ছাড়া। বটবৃক্ষের মত ছায়া দিয়ে আগলে রাখা সেই মানুষটির আজ ১১তম মৃত্যুবার্ষিক। জীবনের সব কিছু সব সময় মনের মত হয় না, কারণ নিয়তি তো আর আমাদের হাতে থাকে না। সেটি বিধাতা নির্ধারণ করে দেন। ফলে হাজার চেষ্টা করলেও বিধাতার লিখণ খন্ডানো যায় না।  তেমনি আমার জীবন থেকে আব্বুকে হারিয়ে ফেলেছি। আজ ১১ বছর আব্বুর সেই আদর ভালোবাসা থেকে বঞ্চিত আমি। শান্তনা এইটুকু সবাই তো চিরদিন বেঁচে থাকে না। কিন্তু জীবনে যখন আব্বুকে সব থেকে বেশি দরকার ছিল তখনই আব্বুকে হারালাম। হারানোর ব্যাথ্যা তখন থেকেই অনুভব করতে পারি। আজ প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোন না কোন বাধার সম্মুখীন হই তখন বুঝতে পারি আজ যদি আব্বু বেঁচে থাকতো তাহলে এমনটা হতো না। হয়তো জীবনে চলার পথটা আর একটু সহজ হতো। কিন্তু সেটা আর হওয়ার নয়।  এখনও মাঝে মাঝে বড় একা লাগে, আব্বুর স্পর্শটুকু, আব্বুর সেই মায়াভরা ডাক অথবা মাথায় হাত বুলিয়ে দেয়া। আব্বু যখন মারা গেলো তখন ভাবতাম আমি কিভাবে থাকবো! আব্বু নেই আজ ১১ বছর, আব্বুকে ছাড়া বাঁচতে পারবো এ কখনো কল্পনা করিনি, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। কেটে যাচ্ছে এক একটি দিন, মাস আর এক একটি বছর  আব্বু নেই, আছে আব্বুর অনেকগুলো স্মৃতি, অনেকগুলো কথা, যা ভুলতে পারিনা, ভোলা যায়না। তবে আব্বু ছাড়া প্রতিটি দিনই একাকীত্বের। মানুষের জীবনে ঝড় ঝাপ্টা আসবেই তাই বলে থেমে থাকলে চলবে না। আব্বু আজ পৃথিবীতে নেই তার অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবার নয়। কিন্তু তারপরও জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আব্বুর স্মৃতিটুকু বুকে নিয়ে কাটাতে হবে জীবনটা।  আল্লাহর কাছে সব সময় দোয়া করি আব্বুকে যেন জান্নাতবাসী করেন। 

আরও খবর

🔝