gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
পৌরসভার চাল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

❒ ডিসির নির্দেশে হাটচান্নির টোল বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ১০:১০:৫৪ পিএম
শিমুল ভূইয়া:
1625760687.jpg
ব্যবসায়ীদের দাবির মুখে যশোর চালচান্নি ও হাটচান্নির টোল বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে যশোর পৌরসভা। জেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠন নেতাদেরকে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। তবে, পৌর কর্তৃপক্ষের দেয়া চিঠিতে টোল বৃদ্ধির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণ অবৈধভাবে টোল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। ফের যদি টোল বৃদ্ধির কথা ওঠে তাহলে তারা আইনের আশ্রয় নেবেন বলে জানান। একইসাথে চাল ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।  খোঁজ নিয়ে জানা যায়, চালের খাজনা ও দোকানের টোল বৃদ্ধির প্রতিবাদে বুধবার চাল ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন। বৃহস্পতিবার সকালে তারা প্রতিদিনের মতো দোকান খুলে বসেন। কিন্তু, বাজার কমিটির পক্ষ থেকে সকালে বৃদ্ধি করা টোল অনুযায়ী টাকা ওঠাতে শুরু করা হয়। তাৎক্ষণিক ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন। বাজার কমিটির সাথে ব্যবসায়ীদের বাকবিতন্ডায় রূপ নেই। এক পর্যায়ে সকল চাল ব্যবসায়ী দোকান বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মধটের ডাক দেন। দুপুরের পর ব্যবসায়ীদের কাছে পৌরসভা থেকে টোল বৃদ্ধির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিতের চিঠি পাঠানো হয়। পরে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন। একই সাথে তিনমাস পর নির্ধারিত টোল দেবেন না বলেও জানিয়ে দেন।এ বিষয়ে যশোর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, পৌরসভার টোল বৃদ্ধির কোনো এখতিয়ার নেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া। তবুও মেয়র গায়ের জোরে খাজনা বৃদ্ধি করেছেন। একইসাথে তিনি আগমী তিন মাস পরে ফের তার মনমতই টোল আদায়ের পায়তারা অব্যাহত রাখার চেষ্টা করছেন। যা ব্যবসায়ীরা মেনে নেবেন না।এ বিষয়ে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, পৌরসভা এ টোল বৃদ্ধি করতে পারেন না। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসায় তিনি তাৎক্ষণিক পৌর মেয়রকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।মেয়র হায়দার গনি খান পলাশের মোবাইলে কল করলে তার পিএ জসিম ফোন রিসিভ করে জানান মেয়র হাটছেন। বিষয়টি নিয়ে বাজারের ইজারাদার প্রদীপ কুমার নাথ বাবলুর সাথে কথা বলতে বলেন তিনি।বাবলু নাথ জানান, পৌর মেয়র টোল বৃদ্ধি করেছিলেন। তিনিই আবার আদেশ স্থগিত করেছেন। এখানে তাদের কোনো বিষয় নেই।

আরও খবর

🔝