gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj

❒ তিন শতাধিক মোটরসাইকেল আটক # শতাধিক রিকশা আটক, অনেককে জরিমানা

লকডাউন বাস্তবায়নে আরও কঠোর প্রশাসন
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ১০:০২:৫২ পিএম
দেওয়ান মোর্শেদ আলম:
1625760247.jpg
করোনার ভয়ানক পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে অবাধ চলাচল ঠেকাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। কঠোরতায় আনা হয়েছে গ্রামাঞ্চলকেও। সহযোগিতায় নেমেছে বিট পুলিশিংয়ের সদস্যরাও। কড়াকড়ি করা হয়েছে জেলার ৬০টি চেকপোস্টে। এছাড়া, সমন্বিত অভিযানে যুক্ত হয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা প্রশসংনীয় ভূমিকা রাখছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর শহরের আইনজীবী ভবন মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথবাহিনী কঠোর অবস্থানে থেকে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আটক করেছেন শতাধিক রিকশা। অপরদিকে, সদরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা শেষে দড়াটানা পুলিশ চেকপোস্টের সামনে কঠোর লকডাউন নিয়ে নানা পরামর্শ ও নির্দেশনা তুলে ধরেন যশোরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।কঠোর লকডাউনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে ৮ জুলাই বৃহস্পতিবার। এর মধ্যেই মানুষ শহরে আসা-যাওয়া করছেন। গ্রামাঞ্চলে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে আরও কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে প্রশাসন। দুপুর ১২টায় দড়াটানায় জেলা প্রশাসন ও পুলিশের গৃহিত কার্যক্রম তুলে ধরা হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) ও সিভিল সার্জন শেখ আবু শাহীন এসময় বক্তৃতা করেন।তারা জানান, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে শহরের পাশাপাশি এখন গ্রামেও কাজ করছে আইনশৃংখলা বাহিনী। প্রতিটি গ্রামে বিট পুলিশিংয়ের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সকলের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে জরুরি পরিসেবা ব্যতিত সকল ধরনের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। জরুরি ছাড়া সকলকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোরতা প্রদর্শন করা হচ্ছে। একইসাথে সকলকে করোনা সংক্রমণ এড়াতে অবশ্যই মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি ও জনসমাগম এড়িয়ে চলা এবং নিতান্ত প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না আসার আহবান জানানো হচ্ছে। অযথা বাইরে ঘোরাফেরা করা লোকজনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, যশোর ট্রাফিক পুলিশ চলমান লকডাউনে ৩ শতাধিক মোটরসাইকেল আটক করেছে বলে জানিয়েছেন যশোর সদর ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবীর। তিনি আরও জানিয়েছেন, মোবাইল কোর্ট ও জেলা পুলিশের অভিযানে ৮ জুলাই শতাধিক রিকশা আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তিনি পরিস্কার নন। 

আরও খবর

🔝