gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
জনম গ্যালো সেচতি পানি !
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১, ০৯:১৬:২০ পিএম
:
1625673876.jpg
করোনা রুগির সংখ্যা হু হু কইরে বাইড়তেচে। এক সুমায় যারা গব্ব কইরে কইতো করোনা শহুরে রোগ। বড়লোকগের হয় গরীবগুরো মানসির হবে না। এই কতা যে আসল কতা না কতার কতা সিডা কিন্তুক হাতে নগদ পোমান হইয়ে যাচ্চে। একন গিরামে গিরামে ছড়ায় গেচে জরজারি। তেবে অনেকেই বারাসে জরে পড়চে সিডা যিরাম সত্যি সিরাম তারমদ্দি আবার বেশীর ভাগই করোনার আলামত। গিরাম গঞ্জোয় এইরাম বাড়ি খুইজে পাওয়া দুস্কর য্যানে হালি কইরে কমের পক্কে একজনের জরজারি হইনি। পেত্তমে কেউ জরজারিরে পাত্তা দেচ্চে না, কিন্তুক আস্তের আস্তের যকন দুরায় যাচ্চে তকন হই জকার পইড়ে যাচ্চে। এ্যাবার যায় যায় ভাব না হলি গিরামেত্তে রুগি টাইনে শহরে আনতি চাচ্চে না। যারা অবেলায় আইসতেচে তাইগের বেশির ভাগই আর টিকতেচে না। খবরা খবরে রুগি বা মরার যে চুতা করা হচ্চে তাতেই সবার হাফসি কাইটে যাচ্চে কিন্তুক বাস্তবের অবস্তা বহুত জাগায় তা চুতার মদ্দি নেই। সিডা যদি চুতার মদ্দি ঢুইকতো তালি মাতা আরো নষ্ট হইয়ে যাইতো। অবস্তা যা দূরায়েচে তাতে এর শেষ কনে তা কেবল মাত্তর ওপরআল্লায় কতি পারে। এই নিয়ে কাল কতা হচ্চিল। আমাগের হেকমত ভাই তাতে গলা চড়ায় কলে, ধর খাল সেচতি গিচিস মাছ ধরবি বিলে কিন্তুক খালের মুখ যদি নদীর সাতে থাকে আর সেই মুখি যদি বান্দাল দিয়া না হয় দিনির পর দিন খাল সেইচে কোন ফয়দা হবে? তাই শুইনে আরাক ম্যা’ভাই করে ইডা তো পাগলেও বোঝে । কেন বয়াতির গান শোনোনি ? আমি পাইছি এক ভাঙ্গা তরী জনম গ্যালো সেচতি পানি। খিয়ার তলা খুলা রাইকে পানি সেইচে কোন লাভ হয় ! হেকমত ভাই কলে চারিদিকি লকডাউন তার মদ্দি গুড়ি মাইরে কোন রকমে চলতিচি। অতস্তো শুনতি পালাম বডার খুলা, আমাগের পাশতে ওপারে যাতি না পাল্লিও ও পাশতে হুড়োয় লোক আইসতেচে। দেশের মদ্দি পেলেন উড়চে না কিন্তুক বিদেশতে পেলেন আইসতে উইলতেচে, আবার যাচ্চে। তালি কি হইলো। গাঙের মুখ খুলা রাইকে খালের মুকিত্তে পানি সেচা হচ্চে না। এই পানি সারা জনম ভইরে সেচলিও ফুরোবো?ইতিঅভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝