gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওয়াপাড়া গ্রুপের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদাান
প্রকাশ : বুধবার, ৭ জুলাই , ২০২১, ১০:০৫:৫৮ পিএম
কাগজ সংবাদ : :
1625674116.jpg
যশোর জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষ দিশেহারা। একইসাথে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর সঙ্কট দেখা দিয়েছে। এই সময়ে করোনা রোগীদের সেবা দিতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এগিয়ে এসেছে নওয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল। তিনি প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের ঘনিষ্ঠ বন্ধু। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে ফাইজুর রহমান বকুলের পক্ষে জেলা প্রশাসকের কাছে দুটি নন ইনভ্যাসিভ ভেন্টিলেটরসহ বিভিন্ন করোনা প্রতিরোধ সামগ্রী তুলে দেন জাহিদ হাসান টুকুন। অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে কাপ মাস্ক ৬০ পিছ, কেএন ৯৫ মাস্ক একশ’ পিছ, কাপড়ের মাস্ক একশ’ পিছ, হ্যান্ডস্যানিটার তিনশ’ পিছ, জ্বর মাপার মেশিন ৫টি এবং তিনশ’ পিছ পিপি। এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান এবং নওয়াপাড়া গ্রুপের কর্মকর্তা রাজু আহমে।

আরও খবর

🔝