gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
শুরুটা ভাল হলো না টাইগারদের

❒ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

প্রকাশ : বুধবার, ৭ জুলাই , ২০২১, ০৫:০৬:০১ পিএম
ক্রীড়া ডেস্ক::
1625656012.jpg
টস হেরেও বোলিং পেয়ে কেন খুশি হয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর, সেটির নমুনা দেখা গেল ম্যাচের শুরুতেই। জোড়া ধাক্কায় বাংলাদেশের টপ অর্ডার নড়বড়ে করে দিলেন ব্লসিং মুজারাবানি। পরে অধিনায়ক মুমিনুল হক লড়ে গেলেও লাঞ্চের আগে হারাতে হলো আরেকটি উইকেট।হারারের টেস্টের প্রথম সেশনটি নিজেদের করে নিল জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের রান ২৩ ওভারে তিন উইকেটে ৭০। এ রির্পোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১২৩ রান। মমিনুল ৬১ ও লিটন দাস ৯ রানে অপরাজিত রয়েছেন। সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত বিদায় নেন পাঁচ ওভারের মধ্যেই। এরপর অর্ধশত রানের জুটিতে মুমিনুলকে সঙ্গ দেন সাদমান ইসলাম। তবে সাদমানও বড় করতে পারেননি ইনিংস। ছয়টি চারে ৫২ বলে ৩২ রানে অপরাজিত মুমিনুল। সতীর্থরা ধুঁকলেও তার ব্যাটিং ছিল সাবলীল।দুর্দান্ত বোলিং করা মুজারাবানির প্রথম স্পেল ৫-২-৫-২। বিস্ময়রকরভাবে প্রথম সেশনে আর তাকে দেখা যায়নি বোলিংয়ে। তাতে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।প্রথম ওভারেই সাফল্য পায় জিম্বাবুয়ে। ভেতরে ঢোকা বলের লাইন পুরোপুরি মিস করেন সাইফ। বল তার ব্যাটের পাশ দিয়ে ছোবল দেয় স্টাম্পে।পাঁচ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে পাঁচবার দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট হলেন এই ওপেনার, এর মধ্যে তিনটিই শূন্য।নিজের তৃতীয় ওভারে মুজারাবানি ফেরান শান্তকে। অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় তৃতীয় স্লিপে থাকা ডিওন মায়ার্সের হাতে। বাংলাদেশের সংগ্রহ তখন দুই উইকেটে আট রান।মুমিনুল দায়িত্ব নেন নড়বড়ে দলের ভিত শক্ত করার। শুরু থেকে বেশ আস্থায় খেলতে থাকেন। প্রথম ঘণ্টায় দলের তিনটি বাউন্ডারিই আসে তার ব্যাট থেকে। তিনটিই লেগ সাইডে, একটি গ্ল্যান্স করে, দু’টি ফ্লিকে।

আরও খবর

🔝