gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরে সাংসদ নাবিলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ অব্যাহত
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৮:৫৪:২০ পিএম
কাগজ সংবাদ:
1625586098.jpg
করোনা সংক্রমনে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও কাঁচা সবজি বিতরণ অব্যাহত রেখেছেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। এছাড়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে রান্না করা খাবার বিতরণ। যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্থদের নিয়মিত এই সহযোগিতা করছেন। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। একই সাথে শহরের সাতটি ওয়ার্ডে সাত শতাধিক পরিবারকে কাঁচা সবজি পৌঁছে দেয়া হয়। পরে দুপুরে শহরের ৯ নম্বর ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়। ধরাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কচুয়া ইউনিয়নের দিনমজুর, চা বিক্রেতাসহ কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান।এ সব কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, শাহেদ হোসেন নয়ন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা তরুণলীগের সহসভাপতি শাহের খান রবি, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক প্রভাষক আল মাহমুদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন প্রমুখ। এদিকে, সোমবার থেকে শুরু হওয়া কর্মহীনদের বাড়িতে সবজি পৌঁছে দেয়া কর্মসূচি অব্যাহত রয়েছে। নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি এই সবজি পৌঁছে দেন।

আরও খবর

🔝