gramerkagoj
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চৌগাছায় লকডাউনের ৬ষ্ঠ দিনে ৩ মটরসাইকেল আরোহীকে জরিমানা
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৮:৫৪:১৪ পিএম
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
1625585838.jpg
যশোরের চৌগাছায় প্রশাসনের কঠোর নাজরদারির মধ্যে লকডাউনের ৬ষ্ঠ দিনে বাজার ছিলো অনেকটাই জনশূন্য। অতি প্রয়োজন ছাড়া পৌর সদরে মানুষের চলাচল ছিলো না। সকাল থেকেই পৌর সদরসহ উপজেলার গ্রাম ও বাজার এলাকাতে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা ছিলো। মঙ্গলবার সকাল ১০ টার থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বিনা প্রয়োজনে মটরসাইকেলে বাজার ঘুরতে বের হওয়ায় তিন আরোহীকে ১৫শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক। তারা হলেন উপজেলার ফতেপুর গ্রামের তবিবর রহমান, খুলনার হর্দা এলাকার গোবিন্দ কুমার ও তাহেরপুর গ্রামের তবিবর রহমান। বেলা ১১ টার দিকে নির্বাহী অফিসারের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কয়ারপাড়া, সিংহঝুলী, মশিউরনগর, ঝাউতলা, নিমতলা, আফরা, সলুয়া বাজারসহ বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে লকডাউন বাস্তবায়নে কাজ করেন।নির্বাহী অফিসার এনামুল হক জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন শহর ও শহরতলীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিনা কারণে মটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়ায় তিন আরোহীকে জরিমানা করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে তিনি সকলকে ঘরে থাকার নির্দেশনা দেন।

আরও খবর

🔝