gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ঘটনা মিথ্যা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন

❒ নড়াইলের আলোচিত তানিয়ার ওপর এসিড নিক্ষেপ

প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৮:৫৪:০৫ পিএম
আব্দুল কাদের, নড়াইল :
1625585668.jpg
নড়াইলে আলোচিত তানিয়ার ওপর এসিড নিক্ষেপের ঘটনা মিথ্যা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে মামলার আসামিসহ ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার দুপুর ১২ টায় নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার ৩ নম্বর আসামি বিপ্লব মোল্যা। এসময় কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাস আলী সরদার ও মাহাবুরর রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা বলেন, সুদের টাকা ফেরত না দিতে তানিয়া ও তার বোন মিথ্যা এসিড নিক্ষেপের মামলা সাজিয়ে আসামি করে তাদের হয়রানী করছে। তানিয়ার বাবা মুক্তিযোদ্ধা না হয়েও সে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে নানা মিডিয়াতে মিথ্যা বক্তব্য দিয়ে হয়রানী করছে। আদতে এসিড নিক্ষেপের ঘটনা সাজানো। বিভিন্ন সময়ে তাদের নামে থানায় জিডি ও হুমকি প্রদান করছে। এসিডের ঘটনা মিথ্যা প্রমাণ করায় প্রশাসনের লোকদের ও মিথ্যাভাবে এসিড নিক্ষেপের ঘটনায় জড়াচ্ছে।গত বছরের ১৭ আগস্ট রাতে নড়াইল সদরের বাহিরগ্রাম এলাকায় সাড়ে ১৫ লক্ষ টাকা পাওয়াকে কেন্দ্র করে তানিয়া বেগমকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। ১৮ আগস্ট সদর থানায় মামলা করে তানিয়ার বোন মিনি বেগম। সে সময়ও এসিড মামলার বিপক্ষে এলাকার কয়েক’শ লোক বিক্ষোভ ও মানববন্ধন করেন।ঘটনা তদন্তে পুলিশ তানিয়াকে এসিড নিক্ষেপ করা হয়নি মর্মে চার্জশিট দেয়। এর পরই নড়াইলের সাবেক এসপি মোহাম্মদ জসিমউদ্দিনকে নিয়ে তানিয়া নানা ধরনের বক্তব্য দিয়ে একাধিক মিডিয়াতে খবর প্রচার হয়।এমন সময় এই সংবাদ সম্মেলন করা হলো যখন তানিয়ার এসিড নিক্ষেপ মামলার বিচার চেয়ে বিভিন্ন মিড়িয়ায় তার দেয়া বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ঠিক তখন। 

আরও খবর

🔝