gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৮:৫৪:০২ পিএম
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
1625584234.jpg
কেশবপুরে দোকানপাট খোলা রাখায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখায় উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শাহজাহান আলী মোড়লকে ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এছাড়া একই অপরাধে উপজেলার পাঁজিয়া বাজারের ব্যবসায়ী রিয়াজ লিটনকে ১ হাজার, আনছার আলী ৫শ’, কেশবপুর শহরের আমিনুর রহমানকে ৫শ’ ও নাহিদ হাসানকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

আরও খবর

🔝