gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বদলি নয়, চিকিৎসকদের হাসপাতালে সংযুক্ত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৬:৪৬:৫৩ পিএম
কাগজ ডেস্ক ::
1625575699.jpg
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসকরা হিমসিম খাচ্ছেন। এ কারণে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য মেডিক্যাল কলেজগুলো থেকে চিকিৎসকদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।করোনারকালীন সংকট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন। এটাকে বদলি বলা যায় না। তাদেরকে হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।সম্প্রতি এক সঙ্গে ১৩ শ চিকিৎসকের বদলি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।মন্ত্রী জানান, এই মুহূর্তে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাজের চাপ কম। হাসপাতালগুলোতে বেশি। তাই তাদের সাময়িক সময়ের জন্য সেখানে পাঠানো হয়েছে।জাহিদ মালেক জানান, রাশিয়া থেকে করোনার ভ্যাকসিন আনার বিষয়ে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন রাশিয়া থেকে তাদের ফিরতি ম্যাসেজ পেলে কত পরিমাণ টিকা কত দামে আনা যাবে, কবে নাগাদ আনা যাবে  সেসব বিষয় চূড়ান্ত হবে। তিনি জানান, আশা করছি চলতি জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও খবর

🔝