gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নাইজেরিয়ার স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৪:০৭:৫১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1625566314.jpg
আবারো নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা। ১৪০ জন ছাত্রছাত্রীকে অপহরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি। তবে বন্দুকধারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুলে সোমবার আচমকাই হামলা চালায় একদল বন্দুকধারী। স্কুলের পাঁচিল টপকে হামলা চালায় তারা। মিশনারি স্কুলটির নাম বেথেল ব্যাপটিস্ট হাইস্কুল। স্কুলের শিক্ষক ইমানুয়েল পল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৫ জন ছাত্রছাত্রী লুকিয়ে পড়েছিল। বন্দুকধারীদের হাত থেকে তারা রক্ষা পেয়েছে। স্থানীয় পুলিশ অবশ্য অপহৃত ছাত্রছাত্রীদের সংখ্যা জানায়ননি।সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীরা তখন ঘুমোচ্ছিল। ট্যাকটিকাল পুলিশের একটি দল অপহরণকারীদের পিছনে ধাওয়া করেছে। যেহেতু এখনো অপারেশন চলছে, তাই বিস্তারিত কিছু জানানো হবে না। তবে স্থানীয় মানুষ জানিয়েছেন, অপহরণকারীদের কেউ দেখতে পাননি। স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন, অপহরণকারীদের তারা চেনেন না।গত ডিসেম্বর থেকে উত্তর নাইজেরিয়ায় সব মিলিয়ে চারটি অপহরণের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই অপহরণকারীরা বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, গত ডিসেম্বর থেকে সব মিলিয়ে ৮০০ ছাত্রছাত্রীকে অপহরণ করেছে আততায়ীরা। এর মধ্যে দেড়শ ছাত্রছাত্রী এখনো নিখোঁজ। সূত্র: ডিডাব্লিউ, এএফপি

আরও খবর

🔝