gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০
প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই , ২০২১, ০৪:০৭:৩৪ পিএম
রংপুর সংবাদদাতা ::
1625566662.jpg
রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬৫ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ২৯ হাজার ৫৪২ জনকে শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৫৯২ জন।মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, ১০ জনের মধ্যে তিন জনের বাড়ি রংপুর জেলায়, দিনাজপুরের তিন জন, ঠাকুরগাঁওয়ের দুই জন, পঞ্চগড়ের একজন ও একজন নীলফামারীর বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯২ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার এক হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৬১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে বাড়ি ৮৭ জনের, পঞ্চগড়ের ৫২ জন, নীলফামারীর ৬৮, লালমনিরহাটের ৪২, কুড়িগ্রামের ৪৭, ঠাকুরগাঁওয়ের ১১৪, দিনাজপুরের ১৮৩ ও ২৫ জন গাইবান্ধার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৯ জন।

আরও খবর

🔝