gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
করোনায় যশোরে আরও ১৬ জনের মৃত্যু ॥ আক্রান্ত ২৯৩
প্রকাশ : সোমবার, ৫ জুলাই , ২০২১, ০৯:১২:৫৬ পিএম
কাগজ সংবাদ :
1625500384.jpg
কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না যশোরের করোনা পরিস্থিতির। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।  যশোর স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জেলায় মোট আটশ’ ২০টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছেন দুশ’ ৯৩ জন। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪শ’ ৬৩টি নমুনায় একশ’ ১৯৭জন ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হিসেবে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে সদর উপজেলায় মোট ১শ’ ২৪ জন। এর মধ্যে যশোর পৌরসভাতেই আক্রান্তের সংখ্যা ৪১। এছাড়া, ঝিকরগাছায় ৩৭, অভয়নগরে ৩১, চৌগাছায় ২৩, শার্শায় ২১, মণিরামপুরে ১৯, বাঘারপাড়ায় ১০ এবং কেশবপুরে ২১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।  বিভাগের হিসেবেও সোমবার খুলনায় করোনায় মৃত্যুর রেকর্ড আগের সব দিনের হিসেব ছাড়িয়ে গেছে। এদিন খুলনা বিভাগের ১০ জেলায় মারা গেছেন ৫৭২ জন। সর্বোচ্চ মৃত্যু দেখেছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়ায় করোনায় মারা গেছেন ১৭ জন। এছাড়া, খুলনায় ১৬, ঝিনাইদহে পাঁচ, মেহেরপুরে পাঁচ, বাগেরহাটে দুই, চুয়াডাঙ্গায় দুই এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে।  এদিকে, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সূচকে বর্তমানে এশিয়ার পঞ্চম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। এই মুহূর্তে দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি ভারত, নেপাল, এবং পাকিস্তানের চেয়ে বেশি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট অ্যাকশনের (সিআরআইডিএ) এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শাহরিয়ার রোজেন। এদিকে সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। তবে,চলমান লকডাউনে অন্যদিনের তুলনায় যশোরে পঞ্চমদিনের চিত্র ছিল ভিন্ন। প্রশাসনিক তৎপরতা থাকলেও সোমবার রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল ব্যাপক। এমনকি ইজিবাইক ছিল চোখে পড়ার মতো। কিছু কিছু সড়কে স্বাভাবিক দিনের মতো যানজটেরও সৃষ্টি হয়। যা সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনের জন্যে অত্যন্ত ভয়বহ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর

🔝