gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
করোনায় প্রশাসনের ভূমিকা সন্তোষজনক : এমপি আফিল

❒ যমেক হাসপাতালে আকিজ গ্রুপের ন্যাজাল ক্যানোলা প্রদান

প্রকাশ : সোমবার, ৫ জুলাই , ২০২১, ০৯:৫৩:২০ পিএম
কাগজ সংবাদ:
1625500448.jpg
যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন বলেছেন, করোনা মহামারিতে যশোরে প্রশাসনের ভূমিকা সন্তোষজনক। প্রশাসন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। করোনায় আক্রান্ত হয়ে আপন ভাইয়ের মারা যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,করোনায় আক্রান্ত মানুষের পাশে তারা আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনুমানিক ২০ লাখ টাকা ব্যয়ে চারটি ন্যাজাল ক্যানোলা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কালেক্টরেট সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপার আক্তারুজ্জামান। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশসুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন শেখ আবু শাহীন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, মহামারিতে যশোরের মানুষের পাশে আগেও ছিলাম, এখনো আছি। তিনি করোনা মহামারিতে বিত্তবানদের অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। করোনায় আক্রান্ত মানুষের সেবায় ন্যাজাল ক্যানোলা দেয়ায় তিনি আকিজ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সুপার আক্তারুজ্জামান বলেন, করোনার এই মহামারিতে মানুষের সেবা নিশ্চিত করতে বিভিন্ন দানশীল মানুষের কাছ থেকে প্রযোজনীয় সামগ্রী আনার ব্যাপারে কথা হচ্ছে। তিনি আদ-দ্বীনের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিনের সাথে কথা বলেছেন জানিয়ে অন্যান্য দানশীল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও খবর

🔝